উক্ত নমুনা চিত্র অংকন করে পর্বতটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উদ্দীপকে শিক্ষক ভঙ্গিল পর্বত সৃষ্টির নমুনা দেখান।
নিচে ভঙ্গিল পর্বতের চিত্র অঙ্কন করা হলো—
কিভাবে আগ্নেয় পর্বত গঠিত হয়? ভূগোল ১ম এসাইনমেন্ট
সমুদ্র তলদেশের অবনমিত স্থানে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি এসে জমা হয়। এর চাপে অবনমিত স্থান আরো নিচে নেমে যায়।
পরবর্তী পর্যায়ে ভূ-আলোড়ন বা ভূমিকম্পের ফলে পার্শ্বচাপের কারণে ঊর্ধ্ব ও নিম্ন ভাঁজের সৃষ্টি হয়। বিস্তৃত এলাকাজুড়ে এসব ভাঁজসংবলিত ভূমিরূপ মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়।
ভঙ্গিল পর্বত কাকে বলে? এসাইনমেন্ট ২০২১ ভূগোল