উক্ত পর্বত ও ল্যাকোলিথ পর্বতের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

উক্ত পর্বত ও ল্যাকোলিথ পর্বতের

উক্ত পর্বত ও ল্যাকোলিথ পর্বতের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।

পৃথিবীর অভ্যন্তরে গলিত শিলা ও ম্যাগমা ভূ-পৃষ্ঠের ঊর্ধ্বচাপের সৃষ্টি করলে ল্যাকোলিথ পর্বত গঠিত হয়।
রকি হিমালয় ভঙ্গিল পর্বতের এবং যুক্তরাষ্ট্রের হেনরি ল্যাকোলিথ পর্বতের উদাহরণ।

নিচে ভঙ্গিল ও ল্যাকোলিথ পর্বতের মধ্যে তুলনামূলক পার্থক্য তৈরি করা হলো।
আরও পড়ুন ভঙ্গিল পর্বত কাকে বলে? এসাইনমেন্ট ২০২১ ভূগোল

আরও পড়ুন কিভাবে আগ্নেয় পর্বত গঠিত হয়? ভূগোল ১ম এসাইনমেন্ট

 

উক্ত পর্বত ও ল্যাকোলিথ পর্বতের

পাললিক শিলাস্তরে ভূ-আলোড়ন ও ভূমিকম্পের ফলে এবং পার্শ্ববর্তী সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপের কারণে ঊর্ধ্ব ভাঁজ ও নিম্ন ভাঁজের সৃষ্টি হয়। এসব ঊর্ধ্ব ও নিম্নচাপসংবলিত ভূমিরূপ মিলে ভঙ্গিল পর্বত গঠিত হয়। অন্যদিকে ভূ-অভ্যন্তরের ম্যাগমা কোনো কারণে বেরিয়ে আসতে না পারলে ম্যাগমা জমে গম্বুজ আকার ধারণ করে ল্যাকোলিথ পর্বত গঠিত হয়। ভঙ্গিল পর্বতের শৃঙ্গ থাকে ল্যাকোলিথ পর্বতের থাকে না।

আরও পড়ুন উক্ত নমুনা চিত্র অংকন করে পর্বতটির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।

About Post Author

Related posts