গতি কত প্রকার ও কি কি?
গতি প্রধানত পাঁচ প্রকার। যথাঃ–
১. চলন গতি,
২. ঘূর্ণন গতি,
৩. জটিল গতি,
৪. পর্যাবৃত্ত গতি,
৫. দোলন গতি বা স্পন্দন গতি।
১. চলন গতি: কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে
একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে
ঘূর্ণন চলন গতি কাকে বলে? ঘূর্ণন চলন গতির উদাহরণ
২. ঘূর্ণন গতি: কোনো বস্তু যখন কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি।
৩. জটিল গতি: কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একই সাথে ঘূর্ণন গতি ও চলন গতি থাকে তবে তাকে জটিল গতি বলে। গড়িয়ে যাওয়া বলের গতি, ড্রিল মেশিনের গতি, সাইকেলের চাকার গতি প্রভৃতি হলো জটিল গতি বা ঘূর্ণন চলন গতির উদাহরণ।
৪. পর্যাবৃত্ত গতি: কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।
৫. দোলন গতি বা স্পন্দন গতি: পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে দোলন গতি বলে।
এখানে যা শিখলাম–
গতি কত প্রকার ও কি কি?; চলন গতি কাকে বলে?; ঘূর্ণন গতি কাকে বলে?; জটিল গতি কাকে বলে?; পর্যাবৃত্ত গতি কাকে বলে?; দোলন গতি বা স্পন্দন গতি কাকে বলে?;