যৌথবাহিনী MCQ প্রশ্নমালা সাধারণ জ্ঞান ২০২১
প্রশ্ন: সম্মিলিত আক্রমণে ভারতের কোন কমান্ড অংশগ্রহণ করে?
উত্তর : পূর্বাঞ্চলীয় কমান্ড।
প্রশ্ন: ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: কলকাতায়।
“আর পড়ুনঃ” মুক্তিবাহিনী MCQ প্রশ্নমালা 2021
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক কে ছিলেন?
উত্তর : লে. জেনারেল জগজিৎ সিং অরোরা
“আর পড়ুনঃ”মাসিক তথ্য কণিকা ২০২১ নভেম্বর
প্রশ্ন : মিত্রবাহিনী কারা?
উত্তর : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তাকারী ভারতীয় বাহিনীকে মিত্রবাহিনী বলা হয়।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথ কমান্ড কবে গঠিত হয়?
উত্তর : ৩ ডিসেম্বর ১৯৭১।
প্রশ্ন : যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হন কে?
উত্তর : ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
[সূত্র: বাংলাপিডিয়া]
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরাসরি অংশগ্রহণ করে কবে?
উত্তর: ৩ ডিসেম্বর ১৯৭১।
“আর পড়ুনঃ” বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ২০২১ প্রশ্নোত্তর
প্রশ্ন : যৌথবাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ২১ নভেম্বর ১৯৭১।
প্রশ্ন : যৌথবাহিনী কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর : মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে
প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফ কে ছিলেন?
উত্তর : লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব ফ্রেডারিক রালফ জ্যাকব (জে এফ আর জ্যাকব)।
প্রশ্ন : পাকিস্তানি বাহিনী কার কাছে আত্মসমর্পণ করে?
উত্তর : লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
প্রশ্ন : আত্মসমর্পণ দলিলে কারা স্বাক্ষর করেন?
উত্তর : পাকিস্তানের পক্ষে পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লে. জেনারেল এ এ কে নিয়াজি ও যৌথবাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
“আর পড়ুনঃ” সাম্প্রতিক mcq বাংলাদেশ নভেম্বর 2021
যৌথবাহিনী MCQ প্রশ্নমালা সাধারণ জ্ঞান ২০২১
প্রশ্ন : ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ কে ছিলেন?
উত্তর : লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান খান।
প্রশ্ন: মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে কবে, কোথায় পাকিস্তানি বাহিনীর ৩০ হাজার সৈন্য অস্ত্র সমর্পণ করে?
উত্তর : ১৯ ডিসেম্বর ১৯৭১; ঢাকা সেনানিবাসের গলফ মাঠে।
উত্তর : ১৯ ডিসেম্বর ১৯৭১; ঢাকা সেনানিবাসের গলফ মাঠে।
প্রশ্ন : মিত্রবাহিনীর পক্ষে অস্ত্র গ্রহণ করেন কে?
“আর পড়ুনঃ” খারাপ ধাঁধা মিষ্টি উত্তর, Googly । ধাঁধা | IQ | Quiz |
উত্তর : লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।
প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর : ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ। মূল নাম শ্যাম হোরামশিজি প্রেমজি শ্যাম বাহাদুর জামসেদজি মানেকশ।
প্রশ্ন : মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন?
প্রশ্ন : স্বাধীনতাযুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় কবে?
উত্তর : ১২ মার্চ ১৯৭২।