বৃষ্টিতে হই একাকার- বৃষ্টির কবিতা

বৃষ্টিতে হই একাকার- রেদোয়ান মাসুদ (বৃষ্টির কবিতা)

মেঘ জমেছে, আকাশ কাপছে, চারিদিকে অন্ধকার

এমন দিনে প্রয়োজন আমার শুধু ভালোবাসার।

আয় না তুই বাইরে আয়, বৃষ্টিতে হই একাকার

ভিজে ভিজে হয়ে যাই আমরা, দুজন দুজনার।

ভালোবাসা বাড়ুক না আজ হোক নিরাকার

যেদিকে খুশি সেদিকে যাবো, না মানি কে কোথাকার।

আয় না তুই বাইরে আয়, ভেঙ্গে সকল অহংকার

দিনটি আজ হয়ে থাকুক না শুধুই ভালোবাসার।

বৃষ্টির দিনে শীতল আবহে কেন থাকবে হৃদয়ে হাহাকার

ভালোবাসার আবরণে জোড়া দেই সকল অধিকার।

চল না আজ দুজন হৃদয়ের খেলায়, হই খেলোয়ার

বৃষ্টির জলে পুলিকিত হৃদয়ে আসুক জোয়ার।

About Post Author

Related posts