অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?

অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?

অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় সার্কিট (Combination Circuit) যার সাহায্যে বাইনারি সংখ্যা যোগ করা যায়। যেহেতু কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয় তাই অ্যাডার একটি গুরুত্বপূর্ণ সার্কিট। অ্যাডার দুই প্রকার। যথা–

১. অর্ধযোগের বর্তনী বা হাফ-অ্যাডার : দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ-অ্যাডার বলে।
২. পূর্ণ যোগের বর্তনী বা ফুল-অ্যাডার : দুই বিট যোগ করার পাশাপাশি যে সমন্বিত বর্তনী ক্যারি বিট যোগ করে তাকে ফুল-অ্যাডার বলে।

এখানে যা শিখলাম–
অ্যাডার কি বা কাকে বলে?; অ্যাডার কত ধরনের ও কি কি?; অর্ধযোগের বর্তনী বা হাফ-অ্যাডার কাকে বলে?; পূর্ণ যোগের বর্তনী বা ফুল-অ্যাডার কাকে বলে?;

About Post Author

Related posts