নন-পজিশনাল সংখ্যাপদ্ধতি কী?
উত্তর: যে সংখ্যাপদ্ধতিতে কোনো সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থানের ওপর নির্ভর করে না তাকে নন-পজিশনাল সংখ্যাপদ্ধতি বলে।
এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না। ফলে অঙ্কগুলোর কোনো স্থানীয় মান থাকে না।
শুধু অঙ্কটির নিজস্ব মানের ওপর ভিত্তি করে হিসাব-নিকাশ করা হয়। প্রাচীন যুগে ব্যবহৃত হায়ারোগ্লিফিকস সংখ্যাপদ্ধতি একটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহর