সংখ্যাপদ্ধতির বেজ বা ভিত্তি কী?
উত্তর: কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নগুলোর সমষ্টিকে ওই সংখ্যাপদ্ধতির বেজ (Base) বা ভিত্তি বলে।
কোনো একটি সংখ্যা কোন পদ্ধতিতে লেখা তা বোঝানোর জন্য সংখ্যার সঙ্গে বেজ বা ভিত্তিকে সাবস্ক্রিপ্ট
(সংখ্যার ডানে একটু নিচে) হিসেবে লিখে প্রকাশ করা হয়।