ডিজিটাল ডিভাইস (Digital Device) কাকে বলে?

ডিজিটাল ডিভাইস (Digital Device) কাকে বলে?

যে সকল যন্ত্রের অপারেশন ডিজিটাল লজিক দ্বারা নিয়ন্ত্রণ হয় তাদেরকে ডিজিটাল ডিভাইস বলে। অর্থাৎ, যে সকল যন্ত্রপাতি প্রযুক্তিগত ভাবে ডিজিট বা 0, 1 অথবা সত্য ও মিথ্যা নিয়ে কাজ করে তাদের ডিজিটাল ডিভাইস বলে। ডিজিটাল ডিভাইসের উপাদান হিসেবে এন্ড গেট, অর গেট, নট গেট, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার ইত্যাদি ব্যবহার করা হয়। ডিজিটাল ডিভাইস বাইনারি সংখ্যা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।

কয়েকটি ডিজিটাল ডিভাইস
১. কম্পিউটার
২. ক্যালকুলেটর
৩. ডিজিটাল ক্যামেরা
৪. পারসোনাল ডিজিটাল এসিস্ট্যান্ট (PDA)
৫. মাল্টি মিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

Related posts