অধ্যায়-৯ : তাপ ও তাপমাত্রা, সপ্তম শ্রেণি
প্রশ্ন-১. তাপ কি?
উত্তর : তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়।
প্রশ্ন-২. স্থিরাঙ্ক কাকে বলে?
উত্তর : তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটারের আদর্শ মানকে স্থিরাঙ্ক বলে।
প্রশ্ন-৩. সেন্টিগ্রেড অর্থ কি?
উত্তর : Centi অর্থ একশত এবং Grade অর্থ, অর্থাৎ সেন্টিগ্রেড অর্থ একশত ভাগ।
প্রশ্ন-৪. নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে?
উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে তাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে।
প্রশ্ন-৫. ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে?
উত্তর : স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টীম বিন্দু বলে।
প্রশ্ন-৬. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
উত্তর : সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ১০০° সেলসিয়াস।
প্রশ্ন-৭. কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়?
উত্তর : বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়।
প্রশ্ন-৮. তাপমাত্রা কি?
উত্তর : তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে।