পৃথিবী ও মহাকর্ষ (বিজ্ঞান), অষ্টম শ্রেণি

সপ্তম অধ্যায় : পৃথিবী ও মহাকর্ষ (বিজ্ঞান), অষ্টম শ্রেণি

প্রশ্ন-১. ভরের একক কি?
উত্তর : কিলোগ্রাম।

প্রশ্ন-২. ওজন কি রাশি?
উত্তর : ওজন ভেক্টর রাশি।

প্রশ্ন-৩. এক কুইন্টাল সমান কত কিলোগ্রাম?
উত্তর : এক কুইন্টাল সমান ১০০ কিলোগ্রাম।

প্রশ্ন-৪. অভিকর্ষজ ত্বরণ g-এর আদর্শ মান কত?
উত্তর : অভিকর্ষজ ত্বরণ g-এর আদর্শ মান ৯.৮ মি./সে.২।

প্রশ্ন-৫. অভিকর্ষ কি?
উত্তর : পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলে।

প্রশ্ন-৬. ভর কাকে বলে?
উত্তর : কোনো বস্তুতে অবস্থিত পদার্থের পরিমাণকে ভর বলে।

প্রশ্ন-৭. মহাকর্ষ কাকে বলে?
উত্তর : মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।

প্রশ্ন-৮. ওজন কাকে বলে?
উত্তর : কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে।

প্রশ্ন-৯. ওজনের একক কি?
উত্তর : ওজনের একক নিউটন (N)।

প্রশ্ন-১০. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।

প্রশ্ন-১১. অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ ব্যাখ্যা কর।
উত্তর : সৌরজগতে পৃথিবী ব্যতীত যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ কিন্তু পৃথিবী ও যেকোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ।
সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ কিন্তু পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। তাই অভিকর্ষও এক ধরনের মহাকর্ষ।

About Post Author

Related posts