অ দিয়ে হিন্দু মেয়ে শিশুদের নামের অর্থসহ

অ দিয়ে হিন্দু মেয়ে শিশুদের নামের অর্থসহ

অস্মিতা
এই নামের অর্থ হলো গৌরব বা আত্মসম্মান। তাছাড়া এই নাম দ্বারা প্রকৃতিকে বোঝানো হয়ে থাকে।

অন্বিতা
দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে থাকা ব্যবধানকে যে নারী ঘুচিয়ে দেয়, সে এই নামে পরিচিত হয়।

অধিশ্রী
এই নামটির অর্থ হল সর্বোচ্চ।

অরুন্ধতী
ভারতীয় পুরাণে বর্ণিত ঋষি বশিষ্ঠ-এর স্ত্রী অরুন্ধতী। তাছাড়া আকাশের সপ্তর্ষির সাথে হাজির থাকা একটি নক্ষত্রের নামও এইটি।

অন্বেষা
এই নামটির অর্থ হল আগ্রহী।

অরুনিকা
ভোরের সূর্যের পবিত্র আলোকে এই নামে ডাকা হয়।

অঞ্জুশ্রী
এই নাম দ্বারা এমন এক নারীকে বোঝানো হয়ে থাকে যিনি সকলের প্রিয় বা মনের কাছাকাছি থাকেন।

অস্বর্যা
এই নামের অর্থ হল একাধারে অসামান্য, অদ্ভুত তথা বুদ্ধিমান।

অমোলী
এক নামের অর্থ হল অমূল্য।

অগ্রিভা
এই নাম দ্বারা সামনে থেকে সোনার মতো জ্বলজ্বল করে এমন কিছুকে বোঝানো হয়।

About Post Author

Related posts