প্রশমন বিক্রিয়া কাকে বলে?
যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড ও ক্ষার যুক্ত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এই বিক্রিয়াকে এসিড-ক্ষার বিক্রিয়াও বলে। প্রশমন বিক্রিয়ায় সব সময় তাপ উৎপন্ন হয় অর্থাৎ প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া। এসিড ও ক্ষার উভয়ই তীব্র হলে এই তাপের মান ΔH = -57.34 Kj।