চাপ ও ভ্যাকুয়াম এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ চাপ ও ভ্যাকুয়ামের এর মধ্যে পার্থক্য হল
চাপঃ ১) একক ক্ষেত্রফলের উপর প্রয়োগকৃত বলকে চাপ বলে।
২) এর একক বার কিলোগ্রাম।
৩) এর স্কেল সাধারণত 0 হতে 500 p.s.i থাকে।
ভ্যাকুয়ামঃ ১) বায়ুমণ্ডলীয় চাপের নিম্নের চাপকে ভ্যাকুয়াম বলে।
২) এর একক ইঞ্চ অফ মার্কারি (In/Hg), সেন্টিমিটার অব মার্কারি (cm/Hg)
৩) এর নেগেটিভ স্কেল 0° হতে 30° (p.s.i) পিএসআই থাকে।