চাপ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
১) পি.এস.আই এবং বার এর মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ পি.এস.আই এবং এর মধ্যে সম্পর্ক হল চাপের একক।
২) এক বার = কত প্যাসক্যাল?
উত্তরঃ ১০০kpa.
৩) চাপ প্রধানত কত প্রকার ও কি কি?
উঃ চাপ প্রধানত তিন প্রকার, যথা-
ক.বায়ুমন্ডলীয় চাপ,
খ. গেজ চাপ,
গ. পরম চাপ।
৪) PSIG বলতে কী বোঝায়?
উঃ PSIG = (Pounds per square inch gauge)
পাউন্ড এককের চাপের পরিমাণ হিসাব করা হয়।
৫) পরম চাপ কাকে বলে?
উত্তরঃ বায়ুর প্রভাবহীন অবস্থায় কোন পদার্থের যে খাঁটি চাপ পাওয়া যায়, তাকে পরম চাপ বলে।
৬) চাপ পরিমাপক যন্ত্রের নাম লেখ।
উত্তরঃ ব্যারোমিটার।