বিভারিজ রিপোর্ট কি ?

বিভারিজ রিপোর্ট কি ?

উত্তরঃ বিভারিজ রিপোর্ট হলো ১৯৪২ সালের স্যার উইলিয়াম বিভারিজ প্রণীত ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি রিপোর্ট। বিভারিজ রিপোর্ট অভাব,রোগ, অক্ষতা,ও অলসতা কে মানব সমাজের অগ্রগতিতে পাঁচটি প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করা হইয়াছিল। এই সমস্যা গুলো সমাধানের রিপোর্ট পাঁচটি সুপারিশ করা হয়েছি। এ রিপোর্টের লক্ষ্য ছিল সমাজ থেকে অভাব দূর করে ফলপ্রসূ সামাজিক নিরাপত্তা পদ্ধতির প্রচলন করা।

Table of Contents

About Post Author

Related posts