সদকা বলতে কী বোঝা?

সদকা বলতে কী বোঝা?

উত্তরঃ ইসলামি সমাজব্যবস্তায় সদকা দান প্রথারই বিশেষ রূপ। সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার নৈকট্য লাভের উপায় হিসেবে মুসলমানদের দুস্ত ও অসহায় মানুষকে বৈষয়িক বা অর্থসম্পদ দান করে তাই সদক।
অন্যভাবে বলা যায় নিজের অধিকারের ওপর অন্যের অধিকারের প্রাধান্য দিয়ে কোনো কিছু দান করার নামই সদকা। ইসলামে স্বেচ্ছায় দান এবং বাধ্যতামূলকভাবে প্রদাও দান উভয়কে সদকা হিসেবে বিবেচনা করা হয়। তবে সদকা বলতে স্বেচ্ছায় আর্থিক সাহায্য প্রদানকেই বোঝানো হয়।

Table of Contents

About Post Author

Related posts