পঞ্চদৈত্য বলতে কী বোঝায় ?
উত্তরঃ বিভারিজ রিপোর্টে উল্লেখিত পঞ্চদৈত্য হলো অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা ও অলসতা। বিভারিজ রিপোটে উল্লেখিত পাঁচটি অন্তরায় শুধু ইংল্যান্ডের সামাজিক অগ্রগতিতে দুষ্টচক্রের মতো বাধার সৃষ্টি করেছিল তা নয় বরং সমগ্র বিশ্বের সমাজ ব্যবস্থা তে এর নেতিবাচক প্রভাব পড়েছিল। অভাব যুক্ত ইংল্যান্ডের সমাজ জীবনকে যে পঞ্চদৈত্য অক্টোপাসের মতো জড়িয়ে রেখেছে অর্থনীতিবীদ উইলিয়াম বিভারিজ তাদেরকে মানব সমাজের অগ্রগতিতে প্রধান অন্তরায় ও প্রতিবন্ধকতা এর কারণ হিসেবে দেখিয়েছেন।