ভালোবাসার লেখা কিছু এসএমএস ছন্দ

ভালোবাসার লেখা কিছু এসএমএস ছন্দ

ভালোবাসার কিছু লেখা মেসেজ ছন্দ নিয়ে হাজির আশা করি ভালো লাগবে।
Valobashar kichu Lekha sms chondho

যত দূরে তুমি যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
তোমার সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি।

হাজারো ঝগড়া পর
যে
সম্পর্ক টিকে থাকে,
তার নাম
”ভালোবাসা”

ভালোবাসা অন্ধ হয়,
এর প্রমান হল আমরা কেউ
হয়রত মুহাম্মাদ (সা:) কে দেখি নি,
কিন্তু এর পরেও উনাকে আমরা
অন্তরের মধ্যস্থান থেকে
অন্ধের মতো ভালোবাসি।

সত্যিকারের ভালোবাসার কখনো
মৃত্যু হয় না,
একতরফা হলেও ঠিকই
বেঁচে থাকে।

আমি মুগ্ধ
তার বিচরনে,
সে ব্যস্ত নতুনের সন্ধানে।

ভালোবাসা মানে………
গভীর রাতে ফোনের ওপাশ
থেকে একটা প্রশ্ন……
এই বিয়ে করবা আমাকে?

প্রেম জমেছে সাগরকূলে
আমি একা বসে,
আমার ব্যাকুল প্রাণটা কখন
শীতল করবে এসে।

ভালোবাসার মানুষকে চোখ দিয়ে
দেখতে হয় না
হৃদয় দিয়ে অনুভব করতে হয়
তাই আজ আমি তোমাকে না দেখলেও
ভালোবাসি
তুমি আছো অনেক দূরে তবুও আছো
আমার হৃদয় জুড়ে

ছুটে যেতাম সবটা ফেলে
ডাকতে যদি একটিবার;
পেরিয়ে এসেছি কাঁটাতারের বেড়া
পিছু যেন ডাকিসনা আর।

ভালোবাসার লেখা কিছু এসএমএস ছন্দ

তোকে নিয়ে বাঁচবো আমি
মরবো তোরই সাথে
সারাজীবন কাটাতে চাই
হাত রেখে তোর হাতে।

রাগী মেয়েরা সংসারী হয়,
এরা হৃদয়
থেকে ভালবাসতে জানে
-হুমায়ূন আহমেদ

ভালোবাসার লেখা কিছু এসএমএস ছন্দ

মাঝে মাঝে আমাদের মিথ্যে বলতে হয়,
খুব আপন কারও কাছেই
আর সেটা হলো
আমি তোমাকে ছাড়াও ভালো আছি।

ভালোবাসার ছন্দ
বুকের ভিতরে আসো তুমি
খুব যত্নে রাখা,
তোমায় ছাড়া আমি বন্ধু
হয়ে যাও ফাঁকা।

সবার
ভালো যে চায়
তার
ভালো থাকা কখনো
হয় না,
শুধু কষ্ট পেতে হয়।

আমি আমার সমগ্র
জীবনের বিনিময়ে
তোমাকে চেয়েছিলাম।
তোমাকে পেয়েছি।
পৃথিবীর কাছে আমার
আর কিছু চাইবার
নাই। শাহিন রানা জীবন

তোমার জন্য রইল আমার
স্বপ্ন ভেজা ঘুম।
একলা থাকা শান্ত দুপুর
রাত্রি নিঝুম।
তোমার জন্য রইল আমার
দুঃখ চোখের ভাষা।
মনের মাঝে লুকিয়ে রাখা-
অনেক ভালোবাসা।

ভালোবাসা যদি তরল পানির
মত কোন বস্তু হত, তাহলে সেই
ভালবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে
যেত। এমনকি হিমালয় পর্বত।

রুপে কি আসে যায়?
মনটাই তো আসল।
রূপটা তো আর সারা জীবন
থাকে না, মনটাই থাকে।

পাশাপাশি বাজবে শঙ্খ
সবার ঘরে ঘরে।
তুমি নববধুর বেশে যেদিন
পা রাখবে আমার দ্বারে।

About Post Author

Related posts