মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সমাজকর্মী সমিতি সম্পর্কে ধারণা দা।
উত্তরঃ সমাজকর্ম কে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সমাজকর্মের সমিতি-(NASW)এর সৃষ্টি যে কোন পেশায় পেশাগত সংগঠনের প্রয়োজনীয়তা অপরিহার্য। এদিক থেকে সমাজকর্ম পেশার বিশ্ব জননী ও সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত (NASW) হল সুসংগঠিত পেশাগত সংগঠন। এ সংগঠনের এর মাধ্যমে আধুনিককালের সমাজকর্ম পেশার সার্বিক ভিত্তি গড়ে উঠেছে যেখানে সমাজকর্মীদের পেশাগত দিক বিবেচনায় সকল প্রকার নৈতিক মানদণ্ড ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা হয়েছে।