শিল্প বিপ্লব কিভাবে সমাজ কল্যাণ কে পেশাদারী মর্যাদার উন্নতি করেছে ?
উত্তরঃ শিল্প বিপ্লবের ফলে সমাজে যে জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে তা উত্তরনের সমাজকল্যাণের সাহায্যদান প্রক্রিয়া পরিবর্তন হয়ে আধুনিক সমাজকর্মের রূপ ধারণ করার মাধ্যমে সমাজ কল্যাণ পেশাদারী মর্যাদায় উন্নীত হয়েছে। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট জটিলতার পরস্পর সম্পর্কযুক্ত সমস্যা সমাধানে সমাজকল্যাণে পেশাগত শিক্ষা কার্যক্রমের সূত্রপাত ঘটে শিল্প বিপ্লব সনাতন সমাজকর্ম ধারণাকে সংগঠিত করে প্রাতিষ্ঠানিক এবং পদ্ধতিতে কত ধারায় রূপান্তিত হয়েছে যাকে পেশাদার সমাজকর্ম বলা হয়।