কোন আইনে অক্ষম দারিদ্রদের চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা কর?
উত্তরঃ ১৬০১ সালের দরিদ্র আইনের মাধ্যমে অক্ষম দারিদ্রদের চিহ্নিত করা হয়েছে। এ আইন অনুসারে রুগ্ন,বৃদ্ধ,পঙ্গু,বধির,অন্ধ এবং সন্তানাদি সহ বিধবা প্রমুখ যারা কাজ করতে সক্ষম নয়। তারাই অক্ষম দ্ররিদ্র অক্ষম দারিদ্র দের কে দারিদ্রগারে রেখে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। কারো যদি আশ্রয়ের ব্যবস্থা থাকত এবং সেখানে ভরণ-পোষণের খরচ কম হলে তাদেরকে সেখান রেখে বাহ্যিকভাবে সাহ্যায্যদান করা হতো।