দরিদ্র আইন বলতে কী বোঝো?
উত্তরঃ মূলত দারিদ্র দূরীকরণ ও ভিক্ষাবৃত্তি মোকাবিলা চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দি পর্যন্ত ইংল্যান্ড ও আমেরিকাতে সরকার কর্তৃক যেসব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় সে গুলোকে দারিদ্র আইন বলা হয়। দারিদ্র আইন একটি এ্সামগ্রিক পরিভাষা দরিদ্র আইনের ভিত্তিতে ইংল্যান্ডকে বিবেচনা করা হয়ে থাকে দরিদ্র আইন গুলোর মধ্যে রাজা অষ্টম হেনরির প্রণীত আইন ১৩৪৯ এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১শ্রমিক আইন দারিদ্র আইন সংস্কার ১৮৩৪ বিশেষভাবে উল্লেখযোগ্য।