সমাজকর্মের বিকাশ শিল্প বিপ্লবের বুদ্ধিবৃত্তি সমাজ কল্যাণ দর্শনের উদ্ভব কিভাবে ঘটে ?
উত্তরঃ শিল্প বিপ্লব উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসে । একইসাথে সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ও সুদূরপ্রসারী পরিবর্তনের সূচনা করে। যেমন শ্রমিক-মালিক বিরোধ শিল্প শ্রমিকদের সামাজিক নিরাপত্তা পেশাগত দুর্ঘটনায় বাসস্থান সমস্যা বস্তি ও নগর সমাজের প্রসার নতুন নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব মূল্যবোধের দ্বন্ব প্রভৃতি। শিল্প সমাজের জটিল ও বহুমুখী সমস্যা সমাধানের তাগিদ সমাজকল্যাণে ধর্মীয় এবং মানবপ্রেমের আদর্শের চেয়েও মানবিক ও বুদ্ধিবৃত্তিক আদর্শের প্রতি গুরুত্ব দেয়া হয়। আর এ প্রেক্ষিতে বুদ্ধিবৃত্তিক সমাজকল্যাণের উদ্ভব ঘটে।