সকলের জন্য সমান সুযোগ সৃষ্টিতে সমাজকর্ম কিভাবে কাজ করে ?
উত্তর সমাজকর্মের অন্যতম দার্শনিক ভিত্তি হচ্ছে জাতি-ধর্ম-বর্ণ বয়স ও ত্বর নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে সমাজকর্ম প্রতিটি মানুষের স্বার্থ ও সুযোগকে সমানভাবে গুরুত্ব দেয়ায়। সমাজকর্মের মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের সাথে অত্যান্ত সামঞ্জস্যপূর্ণ কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী কে নয় বরং সমাজের সর্বস্তরের জনগণের অধিকার নিশ্চিত করতে এবং সমাজকে বৈষম্যহীন ও ভেদাভেদ মুক্ত রাখতে মূল্যবোধ অগ্রণী ভূমিকা পালন করে।