সমাজকর্ম প্রথম পত্র সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর
প্রশ্নঃ সমাজ কি?
উত্তরঃ সমাজ হলো মানুষের পারস্পরিক সম্পর্কের এক জটিল রূপ।
প্রশ্নঃ সমাজকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ সমাজকর্ম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সংযোগকারী কার্যক্রম।
প্রশ্নঃ সমাজকর্ম কোন ধরনের বিজ্ঞান?
উত্তরঃ সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান।
প্রশঃ সমাজকর্মের পরিভাষায় পেশাগত সম্পর্ক কে কি বলা হয়?
উত্তরঃ সমাজকর্মের পরিভাষা পেশাগত সম্পর্ককে রাপো বলা হয়
প্রশ্নঃ সমাজকর্ম প্রক্রিয়ার সাফল্যের চাবিকাঠি কোনটি? উত্তরঃ সমাজকর্ম প্রক্রিয়া সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে পেশাগত সম্পর্ক।
প্রশ্নঃ সমাজকর্মের পরিধি কি?
উত্তরঃ সমাজকর্মের ব্যবহারিক দিকের প্রয়োগ ক্ষেত্র বা প্রয়োগ উপযোগিতা সমাজকর্মের পরিধি।
প্রশ্নঃ আন্তঃক্রিয়া কি?
উত্তরঃ ব্যক্তি,দল,সমষ্টির জনগণের সুসম্পর্ক, বোঝাপড়া, সহযোগিতা এবং গঠনমূলক প্রতিযোগিতামূলক অবস্থাই হলো আন্তঃক্রিয়া।
প্রশ্নঃ সমাজকর্মের মূল তন্ত্র কী?
উত্তরঃ সমাজকর্মের মূলমন্ত্র হলো মানুষকে এমন ভাবে সাহায্য করা যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারে।
প্রশ্নঃ সি এস ডব্লিউ cswe এর পূর্ণরূপ কি?
উত্তরঃ সি এস ডব্লিউ এর পূর্ণরূপ হলো council on social work education
প্রশ্নঃ সমাজকর্ম কোন ধরনের মানুষের কল্যাণে বিশ্বাসী? উত্তরঃ সমাজকর্ম সমাজের সর্বস্তরের সকল মানুষের সার্বিক কল্যাণের বিশ্বাসী।
সমাজকর্ম প্রথম পত্র
প্রশ্নঃ introduction to social welfare গন্থটি কার লেখা?
উত্তরঃ introduction to social welfare গ্রন্থটি ওয়াল্টার এ ফিটল্যান্ডের লেখা।
প্রশ্নঃ IFSW এর পূর্ণরূপ কি?
উত্তরঃ International Federation of social workers
প্রশ্নঃ কত সালে NASW (National Association of social workers) সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে?
উত্তরঃ ১৯৮১ সালে NASW সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে
প্রশ্নঃ Werner W Boehm সমাজকর্মের কয়টি মৌলিক লক্ষ্য উল্লেখ করেছেন?
উত্তরঃ Werner W Boehm সমাজকর্মের তিনটি মৌলিক লক্ষ্য উল্লেখ করেছেন।
প্রশঃ সামাজিক সংহতি ও ঐক্য ব্যাহত হচ্ছে কেন? উত্তরঃ পারস্পারিক সম্পর্কের অবনতি ঘটায় সামাজিক সংহতি ও ঐক্য ব্যাহত হচ্ছে।
প্রশ্নঃ সমাজকর্মের বৈজ্ঞানিক ভিত্তিতে কয় ধরনের বিজ্ঞান বিদ্যামান।
উত্তরঃ তিন ধরনের
প্রশ্নঃ সেবা কার্য সম্পাদনের সমাজকর্মী কি অর্জন করতে হয়?
উত্তরঃ সমাজকর্মের তান্ত্রিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয়।
প্রশ্নঃ পদ্ধতি কী?
উত্তরঃ পদ্ধতি হলো কোন বিশেষ কাজ সুষ্ঠু ও কার্যকর ভাবে সম্পাদনের সুশৃংখল উপায়।
প্রশ্নঃ সমস্যা সমাধান প্রক্রিয়া সমাজকর্ম কোন ধরনের পদ্ধতি প্রয়োগ করে থাকে?
উত্তরঃ বৈজ্ঞানিক পদ্ধতি
প্রশ্নঃ মানুষের সুস্থ ও সুন্দর জীবন যাপনে অন্যতম প্রধান শর্ত কি?
উত্তরঃ মৌল মানবিক চাহিদা পূরণ।
প্রশ্নঃ সমাজের সার্বিক কল্যাণের লক্ষে্য অক্ষম পঙ্গুদের পূর্ণবাসন কি ধরনের কার্যক্রম?
উত্তরঃ প্রতিকার মূলক কার্যক্রম।
প্রশ্নঃ আধুনিক সমাজকর্ম বর্তমান সময়ে কোন ধরনের কার্যক্রমের উপর অধিক জোর প্রদান করে?
উত্তরঃ সংশোধনমূলক কার্যক্রম।
প্রশ্নঃ মুক্ত কয়েদি পূর্ণবাসন কোন ধরনের কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তরঃ মুক্ত কয়েদি পূর্ণবাসন সংশোধনমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত।
প্রশ্নঃ আর্থ-সামাজিক উন্নয়ন কি?
উত্তরঃ অর্থনৈতিক ও সামাজিক জীবনের ভারসাম্যপূর্ণ উন্নয়ন হলো আর্থ-সামাজিক উন্নয়ন।