বাধ্যতামূলক সদকা বলতে কী বোঝায় ?
উত্তর বাধ্যতামূলক সদকা বলতে ইসলামের শরীয়ত কর্তৃক সম্পদশালিদের ওপর অর্পিত বিশেষক বোঝায়। ইসলাম ধর্ম মতে ধনীদের সম্পদের উপর দরিদ্রদের অধিকার রয়েছে তাদের। তাই ইসলামের ধনীদের দান করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সুতরাং বলা যায় ধনীদের উপর যে দান করা অবশ্য কর্তব্য, পালন না করলে গুনাহগার হবে তাকে বাধ্যতামূলক বলে যেমন সদকাতুল ফিতর, মানবতের সদকা ইত্যাদি।