সমাজকর্মের অন্তর্নিহিত সর্বজনীয় মূল্যবোধ বলতে কী বোঝো ?

সমাজকর্মের অন্তর্নিহিত সর্বজনীয় মূল্যবোধ বলতে কী বোঝো ?

উত্তর সমাজকর্মের অন্তর্নিহিত সর্বজনীয় মূল্যবোধ হল মানবসত্তার মর্যাদা(Respect for Human Personality) এই মূল্যবোধ বিভিন্নভাবে ও বিভিন্ন পর্যায়ে প্রকাশ পায়। সমাজকর্মের মূল্যবোধ হিসেবে মানবসভ্যতার মর্যাদা যে কয়টি পর্যায়ে প্রকাশিত হয়েছে সেগুলো হলো ব্যক্তির মর্যাদা স্বীকৃতি, ব্যক্তির অন্তর্নিহিত সত্তার স্বীকৃতি, ব্যক্তির সহজাত চেতনা ও সংস্কৃতি স্বীকৃতি, ব্যক্তির স্বাধীনতা ও অধিকারের স্বীকৃতি। এগুলোকে ভিত্তি করে সমাজকর্মের মূল্যবোধ গড়ে ওঠেছে।

Table of Contents

About Post Author

Related posts