পেশাগত সম্পর্ক বা Rapport বলতে কী বোঝায়
উত্তর পেশাগত সম্পর্ক বা Rapport বলতে সমস্যা সমাধান প্রক্রিয়া সমাজকর্মী ও সাহায্যের মধ্যে গড়ে ওঠা সম্পর্কে কে বোঝায়। পেশাগত সম্পর্ক সমাজকর্ম পেশার একটি অন্যতম বৈশিষ্ট্য। একজন সমাজকর্মীর কাছে যখন কোন সাহায্যথী আসে তখন তিনি তাকে পেশাগত দৃষ্টিভঙ্গি দিয়ে গ্রহণ করেন এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালান। এ সম্পর্কই হলো পেশাগত সম্পর্ক। সমাজকর্ম সমস্যা অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সমস্যা নিরসনে প্রয়াস চালায়।ফলে সাহায্যেথীর সাথে পেশাগত সম্পর্ক স্থাপন করা জরুরি।