মূল্যবোধ বলতে কী বোঝো ?
উত্তর মূল্যবোধ হলো বিশ্বাস এর অন্তর্নিহিত মূল্য। সামাজিক রীতিনীতির উচ্চতম মানদণ্ড হিসেবে সমাজে ভালো-মন্দ প্রত্যাশিত অপ্রত্যাশিত ন্যায়-অন্যায়ের নির্ধারক শক্তি হিসেবে কাজ করে মূল্যবোধ। তাই বলা যায় যে সমস্ত আদর্শ বিশ্বাস সাধারণ মানদণ্ড ভালো-মন্দ নির্ধারক অপ্রত্যাশিত কল্যাণ প্রবণতা সমাজের সংহতি বৃদ্ধি করে সামাজিক সম্পর্কের সৃষ্টি করে ভালো কাজ উৎসাহিত করে এবং খারাপ কাজে বাধা দেয় সে সমস্ত বিমৃত উপাদানের সমষ্টিকে মৃল্যবোধ বলে।