সমাজকর্ম মূল্যবোধ বলতে কী বোঝ?
উত্তর বর্তমান যুগে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত। অন্যান্য পেশার
ন্যায় এই পেশাতেও কিছু স্বীকৃতি মূল্যবোধ আছে। সাধারণত যেসব আদর্শ বিশ্বাস ধারণা মৌলিক নীতিমালা ও স্বীকায সত্যোর উপর পেশাদার সমাজকর্মের সামগ্রিক সমস্যার সমাধান প্রক্রিয়া প্রচলিত নিয়ন্ত্রিত হয় সেগুলোর সমষ্টিকে সমাজকর্মের মূল্যবোধ বলে। মূলত সমাজকর্মীদের জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করার ক্ষেত্রে অনুসৃত মূল্যবোধগুলোকে বোঝানো হয় যা তারা মূল্যবোধের কল্যাণে প্রয়োগ করে থাকে।