সমাজ সংস্কার বলতে কী বোঝায় ?
উত্তর যখন সমাজের কোন অবস্থা সংস্কার করে কল্যাণকর অবস্থা ফিরিয়ে আনা হয় তখন তাকে সমাজ সংস্কার বলা হ। সমাজ সংস্কার হলো সামাজিক কুসংস্কার ও গোঁড়ামুর বিরুদ্ধে কাঙ্খিত সামাজিক পরিবর্তন। সমাজে প্রচলিত ক্ষতিকর রীতিনীতি প্রতিষ্ঠান মূল্যবোধ যেগুলো সমাজের জন্য অমঙ্গল জনক বলে বিবেচিত সেগুলো অপসারণ করে তার স্থলে মঙ্গলজনক রীতিনীতি প্রতিষ্ঠার মূল্যবোধ প্রতিস্থাপন বা পরিবর্তনকে সমাজ সংস্কার বলা হয়।