পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর mcq 2021( মডেল১১)

পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর mcq 2021 ( মডেল ১১)

১) সরণ,গতি,ত্বরণ,সময় ইত্যাদি সংঙ্গা প্রদান করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ গ্যালিলিও

২) কোনটি ভেক্টর রাশি?
উত্তরঃ তড়িৎ তীব্রতা

৩) দীপন তীব্রতা SI একক কোনটি ?
উত্তরঃ ক্যান্ডেলা

৪) প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি 1 kg ভরের সিলিন্ডারটির ব্যাসাধ কত?
উত্তরঃ 2.95 cm

৫) মৌলিক রাশি –
i. অন্য রাশির উপর নির্ভর করে না
ii.কালের বিবর্তনের পরিবর্তন হবে না
iii.একটি লব্ধ রাশি
নিচের কোনটি রাশি
ক) i ও ii খ) iiও iii
গ) i ও iii ঘ) i,iiও iii
উত্তরঃ i ও ii

৬) পঠন ও পাঠনের সুবিধা জন্য আমরা পদার্থ বিজ্ঞানকে কয়টি মূল্য অংশে ভাগ করে থাকি?
উত্তরঃ দুই টি

৭) ডেমোক্রিটাস কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তরঃ গ্রিস

৮) পদার্থ বিজ্ঞান –
i.বিজ্ঞানের প্রাচীনতম শাখা
ii,বিজ্ঞানের একটি মৌলিক শাখা
iii.পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করে
নিচের কোনটি সঠিক
ক) iও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i,ii ও iii
উত্তরঃ i,ii ও ii

৯) আপেক্ষিক তত্ত্ব কে আবিস্কার করেন?
উত্তরঃ আইনস্টাইন

১০) এক্স- রে কে আবিস্কার করেন?
উত্তরঃ রন্টজেন

১১) রেডিয়াম কে আবিস্কার করেন?
উত্তরঃ মেরি কুরি

১২) নিউটন আবিস্কার করেন-
i. বলবিদ্যার সুএ
ii.মহাকষ সুএ
iii.ক্যালকুলাস
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) iiও iii ঘ) i,ii ও iii
উত্তরঃ ii ও iii
১৩) পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যে কে কয়টি মূল ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ তিন টি

১৪) সবপ্রথম চৌম্বকত্ব আবিষ্কৃত হয় কোথায়?
উত্তরঃ চীনে

১৫) পরমাণু নিউক্লিয়াসে কীরূপ চাজ থাকে?
উত্তরঃ ধনাত্নক

১৬) মহাকর্ষ বলের সূএ দেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ নিউটন

১৭) বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার বিদুৎ কেন্দ্র হতে যাচ্ছে কোথায়?
উত্তরঃ রূপপুরে

১৮) এ জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলে?
উত্তরঃ রাশি?

১৯) ভৌত জগতপ রাশির সংখ্যা কয়টি?
উত্তরঃ অসংখ্য

২০) মৌলিক রাশির সংখ্যা কয়টি?
উত্তরঃ সাতটি

২১) মৌলিক রাশি ব্যবহার করে যে সকল রাশি তৈরি হয় তাকে বলে?
উত্তরঃ লব্ধ রাশি

২২) নিচের কোনটি লব্ধ রাশি?
উত্তরঃ বল

২৩) নিচের কোনটি অন্য রাশি উপরে নিভরশীল?
উত্তরঃ ওজন

২৪) নিচের কোনটি মৌলিক রাশি নয়?
উত্তরঃ তড়িৎ আধান

২৫) কোনটি মৌলিক রাশি?
উত্তরঃ ভর

About Post Author

Related posts