পদার্থ বিজ্ঞান mcq answer 2021 ( মডেল ৯)
১) জেনারেটরে কোন কোন অংশের মধ্যে তাড়িতচৌম্বক আবেশ ঘটে?
উত্তরঃ চুম্বক ও আমেচার
২) অধ পরিবাহী পদার্থ কোনটি?
উত্তরঃ জমেনিয়াম
৩) পরমাণুর ভর কোনটির ভরের সমান?
উত্তরঃ নিউক্লিয়াসের
৪) ইলেকট্রনের ভর প্রোাটনের ভর থেকে কতগুণ কম?
উত্তরঃ 1800
৫) নিউট্রনের ভর ইলেকট্রনের ভর থেকে কত গুণ বেশি?
উত্তরঃ 1800 গুণ বেশি
৬) কোন রশ্নির বেগ আলোর বেগের সমান?
উত্তরঃ গামা রশ্মি
৭) কোন রশ্মির চাজহীন?
উত্তরঃ গামা
৮) কোনটির ক্ষতিকর প্রভাব বংশ পরম্পরায় পরিলক্ষিত হয়?
উত্তরঃ তেজস্ক্রিয়া
৯) প্রথম বিকিরনটি হলো?
উত্তরঃ আলফা
১০) কত সালে জগদীশ চন্দ্র বসু বৈদ্যুতিক তার ছাড়া দূরে রেড়িও সংকেত পাঠাতে সক্ষম হন?
উত্তরঃ 1895 সালে
১১) মাইক্রোওয়েভ গবেষণার ক্ষেএে কার উল্লেখযোগ্য অবদান রেয়েছে?
উত্তরঃ জগদীশচন্দ্র বসু
১২) কোন বিজ্ঞানী ক্রোস্কোগ্রাফ যন্ত্র আবিস্কার করেন?
উত্তরঃ জগদীশ চন্দ্র বসু
১৩) বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্টিত হয়?
উত্তরঃ 1917
১৪) জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরন করেন কত সালে?
উত্তরঃ 1937
১৫) নিচের কোন তারিখ জগদীশ চন্দ্র বসু মৃত্যুবরন করেন?
উত্তরঃ ২৩ শে নভেম্বর
১৬) স্যার জগদীশ চন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ 1858
১৭) দন্ত চিকিৎসা কোন দপন ব্যবহার করা হয়?
উত্তরঃ অবতল
১৮) পাহাড়ি রাস্তার বাঁকে কোন দপন ব্যবহৃত হয়?
উত্তরঃ সমতল
১৯) রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দপন ব্যবহার করা হয়?
উত্তরঃ উত্তল
২০) চামচে ভেতরের দিকে আঙুল ধরলে প্রতিবিম্বটি কীরূপ দেখাবে?
উত্তরঃ উল্টো ও ছোট
২১) চামচের বাইরের অংশ কোন দপনের মতো কাজ করে?
উত্তরঃ উত্তল
২২) মেরু ও বক্রতার ক্ষুেদ্র এ দুটিকে ছেদ করে নিচের কোনটি?
উত্তরঃ প্রধান অক্ষ
২৩) শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকটি কীরুপ হতে পারে?
উত্তরঃ আকারে বড়
২৪) শব্দের প্রতিফলনের উদাহরণ কোনটি?
উত্তরঃ প্রতিধ্বনি
২৫) শব্দ 0.1s এ মোট কত মিটার দূরত্ব অতিক্রম করে?
উত্তরঃ 33.2