এস.এস.সি পরীক্ষা ২০২১ জীব বিজ্ঞান MCQ মডেল ৭
১) অস্থিমজা থেকে কোনটি তৈরি হয়?
উত্তরঃ৷ লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা
২) কোনটির সংক্রমণে বাতজ্বর হয়?
উত্তরঃ স্ট্রেপটো কক্কাস
৩) কোন বিঙ্গানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন?
উত্তরঃ কাল ল্যান্ডস্টেইনার
৪) ধমনীর প্রাচীর কয় স্তরবিশিষ্ট?
উত্তরঃ তিন
৫) লোহিত রক্ত কণিকার কয় ধরনের প্রোটিন থাকে?
উত্তরঃ ২
৬) রক্ত কোষের ক্যাস্নারকে কী বলে?
উত্তরঃ লিউকোমিয়া
৭) পএরন্ধ্রে কোন ধরনের কোষ থাকে?
উত্তরঃ রক্ষীকোষ
৮) নিচের কোনটি কে ফ্লুইড অব লাইফ বলা হয়?
উত্তরঃ পানি
৯) করোনারি ধমনি কোথায় রক্ত সরবরাহ করে?
উত্তরঃ হৃৎপিণ্ডে
১০) কোন ঋতুতে ফ্লোয়েমে খাদ্য পরিবহন কম হয়?
উত্তরঃ শীত
১১) হৃদপিণ্ড কে আবৃতকারি পদার নাম কি?
উত্তরঃ পেরিকাডিয়াম
১২) রক্ত কণিকার জম্ন কোথায়?
উত্তরঃ অস্থিমজ্জায়
১৩) কোনটি সাবজনীন রক্তদাতা?
উত্তরঃ গ্রুপ’O’
১৪) জীবদেহের কোষপ্রাচীর কিভাবে পানি শোষন করে?
উত্তরঃ ইমবাইবিশন
১৫) জীবদেহের ভৌত ভিত্তি কোনটি?
উত্তরঃ প্রোটোপ্লাজম
১৬) নিচের কোনটি গুরুত্বপূর্ণ দ্রাবক?
উত্তরঃ পানি
১৭) ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?
উত্তরঃ ভৌত
১৮) ব্যাপন কোন চাপের ফলে ঘটে?
উত্তরঃ ব্যাপন চাপ
১৯) উদ্ভিদ কৈশিক পানি তার কোন অঙ্গ দ্বারা শোষন করে?
উত্তরঃ মূলরোম
২০) পাতার তাপমাত্রা স্বাভাবিক রাখে কোনটি?
উত্তরঃ প্রস্বেদন
২১) লেন্টিকুলার প্রস্বদন কোন অংশে হয়?
উত্তরঃ কান্ডে
২২) প্রস্বেদনের সাথে কোনটির সম্পর্ক বিদ্যমান?
উত্তরঃ সালোকসংশ্লেষণ
২৩) পাতার কিউটিনযুক্ত আস্তরণকে কী বলে?
উত্তরঃ কিউটিকল
২৪) জীবনীশক্তির মূল কী?
উত্তরঃ রক্ত
২৫) রক্তরসে কোন আমিষ থাকে?
উত্তরঃ ফাইব্রিনোজেন
২৬) শ্বেত কণিকার গড় আয়ু কত দিন?
উত্তরঃ ১.১৫
২৭) অ্যান্টিবডি তৈরি করে কোন শ্বেত কণিকা?
উত্তরঃ মনোসাইট
২৮) অণুচক্রিকার কাজ কোনটি?
উত্তরঃ রক্ত জমাটবদ্ধ করা
২৯) অনুচক্রিকাকে ইংরেজিতে কী বলে?
উত্তরঃ প্লেইটলেট
৩০) কোনটিতে নিউক্লিয়াস অণুপস্তিত?
উত্তরঃ লোহিত রক্তকণিকা