পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর mcq 2021 (মডেল ১২)

পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর mcq 2021 (মডেল ১২)

১) কোন রাশিটি স্বাধীন বা নিরপেক্ষ?
উত্তরঃ পদার্থের পরিমাণ

২) আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কি?
উত্তরঃ কিলোগ্রাম

৩) নিচের কোনটি মৌলিক একক?
উত্তরঃ অ্যাম্পিয়ার

৪) পদার্থের পরিমাণের একক?
উত্তরঃ মোল

৫) বিদ্যুৎ সংক্রান্ত মৌলিক রাশি?
উত্তরঃ বৈদ্যুতিক প্রবাহ

৬) মৌলিক রাশি উদাহরণ হচ্ছে –
i.ভর বৈদ্যুতিক প্রবাহ
ii. দৈঘ্য, পদার্থের পরিমান
iii,তাপমাএা, তড়িৎ তীব্রতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii, ওiii ঘ) i, ii ও iii
উত্তরঃ i ও ii

৭) উত্তল লেন্সের আধুনিক তত্ত্বের কাছাকাছি আসেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ আল হাজেন

৮) উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে?
উত্তরঃ আল মাসুদী

৯) কোন শতকে পাখির ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করা হয়?
উত্তরঃ পনেরো শতকের শেষ দিকে

১০) আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভব করেন কে?
উত্তরঃ হাইগেন

১১) নিচের কোনটি বিজ্ঞানী হাইগেন পযালোচনা করেন?
উত্তরঃ দোলকীয় গতি

১২) কোনটি দীপন তীব্রতা এককের প্রতীক?
উত্তরঃ Cd

১৩) তাপমাত্রা S.I একক কোনটি?
উত্তরঃ কেলভিন

১৪) কোনটি দৈঘ্যের মাএা?
উত্তরঃ L

১৫) 5 কিলোগ্রাম = নিচের কোনটি সঠিক?
উত্তরঃ 5 kg

১৬) 10 মিটার = নিচের কোনটি সঠিক?
উত্তরঃ 10m

১৭) SI পদ্ধতিতে –
i.মৌলিক রাশি সাতটি
ii,পদার্থের পরিমাণের একক মোল
iii.বলের একক নিউটন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i.ii ও iii
উত্তরঃ i.ii ও iii

১৮) মিটার স্কেলের সাহায্য একটি দন্ডের দৈঘ্য নিণয় করা হয় দন্ডের দুই প্রান্তের পাঠ-
উত্তরঃ বিয়োগ করে

১৯) মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত?
উত্তরঃ 1 mm

২০) মিটার স্কেল ব্যবহার করে কয়েকটি দন্ডের দৈঘ্য নিণয় করা হলো- কোনটি সম্ভব?
উত্তরঃ 12.7 cm

২১) স্ক্রুগেজের ক্ষেএে নিচের সপ্মকটি সঠিক?
উত্তরঃ D= L+C× Lc

২২) মূল স্কেলের পাঠ 14 mm, ভানিয়ার ধ্রুবক 0.1mmএবং ভানিয়ার পাঠ 3 হলে মোট পাঠ কত?
উত্তরঃ 14.3 mm

২৩) সিলিন্ডারটির ব্যাস কত?
উত্তরঃ 6.05mm

২৪) লিউনাদো দ্যা ভিঞ্চিকী ছিলেন?
উত্তরঃচিএ শিল্পী

২৫) একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচক আছে তাকে বলে রাশিটির-
উত্তরঃ মাএা

About Post Author

Related posts