পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর mcq 2021 ( মডেল ১৪)
১) নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে?
উত্তরঃ পৃথিবী ও বই
২) একটি বাক্সকে ধাক্কা দিলে এটা না উল্টিয়ে যে গতি লাভ করে তা-
উত্তরঃ চলন গতি
৩) 10 m ব্যাসবিশিষ্ট বৃত্তকার পথে পরিধির এক- চতুর্থাংশ অতিক্রম করলে সরন কত হবে?
উত্তরঃ 7.071 m
৪) সরল দোলকের গতি কি রকম গতি?
উত্তরঃ স্পন্দন
৫) পযায়বৃত গতি হচ্ছে-
i.সরল দোলকের গতি
ii.পেট্টোলে ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii.কম্পমান সুরশলাকার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i.ii ও iii
উত্তরঃ i.ii ও iii
৬) সময়ের সাথে কোনো বস্তু অবস্থান পরিবর্তন হলে বস্তুটির কে বলা হবে-
উত্তরঃ গতিশীল বস্তুু
৭) কোমো বস্তুু প্রকৃতপক্ষে স্থির থাকলে তাকে বলে-
উত্তরঃ পরম স্তির
৮) পারপাশ্বিকের সাপেক্ষ কোনো বস্তুু স্থির থাকলে তাকে বলে-
উত্তরঃ আপেক্ষিক স্থিত
৯) নিচের কোনটি সরলরৈখিক গতি?
উত্তরঃ পড়ন্ত বস্তুর গতি
১০)কোনটি ঘূর্ণন গতির উদাহরণ?
উত্তরঃ বৈদ্যুতিক পাখার গতি
১১) নিচের কোনটি চলন গতি উদাহরণ?
উত্তরঃ চলন্ত ট্টাকের গতি
১২) সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
উত্তরঃ পযাবৃত্ত গতি
১৩) কোনটি পযায় গতি উদাহরণ নয়?
উত্তরঃ পড়ন্ত বস্তুর গতি
১৪) ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?
উত্তরঃ রাশি
১৫) দিকের বিবেচনায় বস্তুুর জগতের রাশি গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ দুই
১৬) যে রাশি প্রকাশের জন্য মানের প্রয়োজন তাকে বলে?
উত্তরঃ ভেক্টর রাশি
১৭) স্কেলার রাশির-
উত্তরঃ মান আছে, দিক নেই
১৮) যে রাশি প্রকাশের জন্য মানের সাথে দিক ও উল্লেখ প্রয়োজন হয় তাকে বলে?
উত্তরঃ ভেক্টর রাশি
১৯) কোনটি সরনের একক?
উত্তরঃ মিটার
২০) যে কোনো দিক পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
উত্তরঃ দূরত্ব
২১) কোনটি বেগের একক?
উত্তরঃ m/s
২২) সরণের হারকে কী বলে?
উত্তরঃ বেগ
২৩) নিচের কোন রাশিগুলোর একক অভিন্ন?
উত্তরঃ দ্রুতি,বেগ
২৪) পড়ন্ত বস্তুর সূএ কয়টি?
উত্তরঃ তিনটি
২৫) কোন অঞ্চলে পৃথিবীর ব্যাসাধ সবচেয়ে বেশি?
উত্তরঃ বিষুবীয় অঞ্চলে