রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১ মডেল ৪

রসায়ন MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২১ মডেল ৪

১) ক্রোমিয়ামের প্রতীক কী?
উত্তরঃ Cr

২) কোনটি ল্যাটিন নাম থেকে প্রতীক নেয়া হয়েছে?
উত্তরঃ Na

৩) সোডিয়ামের ল্যাটিন নাম কী?
উত্তরঃ Natrium

৪) ইংরেজি প্রতীক কোনটি?
উত্তরঃ Ca

৫) আয়রনের ল্যাটিন নাম কী?
উত্তরঃ ফেরাম

৬) কিসের দ্বারা একটি পরমাণুরকে চিনা যায়?
উত্তরঃ পারমাণবিক সংখ্যা

৭) Hg এর পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ 80

৮) টাংস্টেনের (W) পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ 74

৯) মৌলের পারমাণবিক সংখ্যা কোনটি?
উত্তরঃ প্রোটন সংখ্যা

১০) সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে কী বোঝায়?
উত্তরঃ এর নিউক্লিয়াস 11টি প্রোটন আছে

১১)ক্লোরিন পরমাণুর ভরসংখ্যা কত?
উত্তরঃ 35

১২) পরমাণুর ভর সংখ্যার জন্য কোনটি সত্য?
উত্তরঃ প্রোটন সংখ্যা +নিউট্টন সংখ্যা

১৩) N পরমানুর ইলেকট্টন ও প্রোটন সংখ্যা যথ্যাক্রমে কত?
উত্তরঃ 7.7

১৪) নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?
উত্তরঃ 10

১৫) নীলস বোরন পরমাণু গঠনের উন্নত মডেল প্রকাশিত হয় কত সালে?
উত্তরঃ 1913

১৬) পারমাণবিক বণালি ব্যাখ্যা করেন কে?
উত্তরঃ নীলস বোর

১৭) পরমাণুতে শক্তিস্তরের ধারনা দেন কে?
উত্তরঃ নীলস বোর

১৮) অনুমোদিত কক্ষ পথের ধারনা দেন কে?
উত্তরঃ নীলস বোর

১৯) ‘N’শেলে ‘n’ এর মান কত?
উত্তরঃ 4

২০)তৃতীয় কক্ষপথে সবোচ্চ ইলেকট্রন ধারনা ক্ষমতা কত?
উত্তরঃ 18

২১) Cr এর তৃতীয় শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে?
উত্তরঃ 13

২২) 2,8,4 ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?
উত্তরঃ সিলিকন

২৩) Znএর Nশেলে কয়টি ইলেকট্রন আছে?
উত্তরঃ 2

২৪) পটাশিয়ামের Nশেলে কয়টি ইলেকট্রন আছে?
উত্তরঃ 1

২৫) কোন শেলে সবোচ্চ৷ 18টি ইলেকট্রন থাকতে পারে?
উত্তরঃ ৩য়

About Post Author

Related posts