এসএসসি রসায়ন mcq উত্তরমালা 2021 SSC মডেল ৫
১) K(19) এর ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তরঃ 2,8,8,1
২) নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,7?
উত্তরঃ Cl
৩) অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
উত্তরঃ 16
৪) Na এর আপেক্ষিক পারমাণবিক ভর কত?
উত্তরঃ 23
৫) আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা কত?
উত্তরঃ 3000
৬) টেকনিশিয়াম-99 এর লাইফটাইম কত ঘন্টা?
উত্তরঃ 6
৭) 1986সালে কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুঘটনা ঘটেছিলো?
উত্তরঃ চেরোনোবিল
৮) কোন প্রক্রিয়ায় প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়?
উত্তরঃ ফিশান বিক্রিয়ায়
৯)কোনটি থেকে গামা রশ্নি নিগত হয়?
উত্তরঃ Tc-99m
১০) কেমোথেরাপিতে কী পদার্থ ব্যবহার করা হয়?
উত্তরঃ তেজস্ক্রিয়
১১) অষ্টক তত্ত্বের প্রবতক কে?
উত্তরঃ জন নিউল্যান্ড
১২) পযায় সারণিতে সালফারের অবস্থান-
উত্তরঃ ৩য় পযায় ও গ্রুপ 16
১৩) কোন মৌলটির ধাতব ধম বেশি?
উত্তরঃ Na
১৪) পযায় সারণিত Al এর অবস্থান কোন গ্রুপে?
উত্তরঃ 13
১৫) ২০১২ সাল পযন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়?
উত্তরঃ 84
১৬) মেন্ডেলিফ কত সালে পযায় সূএ প্রদান করেন?
উত্তরঃ 1869
১৭) কোনটির আকার সবচেয়ে বড়?
উত্তরঃ Na
১৮) নিচের কোনটি মুদ্রা ধাতু?
উত্তরঃ Au
১৯) আয়রন পযায় সারণির কোন পযায়ে অবস্থিত?
উত্তরঃ ৪থ
২০) অবস্থান্তর মৌল কোনটি?
উত্তরঃ Fe
২১) আয়রনের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ 26
২২) কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যা ধারনা দেন?
উত্তরঃ হেনরি মোসলে
২৩) অভিজাত ধাতু কোনটি?
উত্তরঃ Au
২৪) মেন্ডেলিফ প্রবতিত পযায় সারণিতে মৌলের সংখ্যা কতটি ছিল?
উত্তরঃ 67
২৫) সিলভারের পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ 47