এস.এস.সি পরীক্ষা ২০২১ রসায়ন MCQ মডেল ৯
১) সালফার ট্টাইঅক্সাইড অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্টন আছে?
উত্তরঃ 6
২) নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহন করে না?
উত্তরঃ Ne
৩) গ্রাফাইটের গাঠনিক একক কোষগুলোর আকৃতি কীরূপ?
উত্তরঃ ষড়ভূজাকার
৪) HCl অনুতে কত জোড়া মুক্ত ইলেকট্রন বিদ্যমান?
উত্তরঃ 3
৫) কোন মৌলটি একাধিক যোজনী প্রদশন করে?
উত্তরঃ P
৬) কোন শক্তিস্তরে দ্বৈত বা অষ্টক পূর্ণ হয়?
উত্তরঃ শেষ
৭) নিষ্ক্রিয় গ্যাসসমূহ কীরুপ?
উত্তরঃ এক পরমাণুক
৮) ধাতু অধাতু সমন্বয়ে সৃষ্ট বন্ধনের নাম কোনটি?
উত্তরঃ আয়নিক
৯) পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ২০ মৌলের যোজ্যতা ইলেকট্রন কত?
উত্তরঃ ২
১০) K এর ইলেকট্রন সংখ্যা 19,এর যোজনী কত হবে?
উত্তরঃ 1
১১) আয়রনের যোজনীর ক্ষেত্রে কোনটি সঠিক?
উত্তরঃ 2,3
১২) আয়রনের ( ইক) এর যোজনী কত?
উত্তরঃ 3
১৩) কপার (আস) এর যোজনী কত?
উত্তরঃ 1
১৪) উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজনী কত?
উত্তরঃ 5
১৫) কোনটি দ্বিযোজী?
উত্তরঃ বেরিয়াম
১৬) কোন মৌল দুটি পযায় সারণির একই পযায়ে অবস্থিত?
উত্তরঃ Mg,Ar
১৭) কোন মৌল দুটির যোজনী একই হবে?
উত্তরঃ Ca,Zn
১৮) নিচের কোনটি একযোজী যৌগমূলক?
উত্তরঃ হাইড্রোজেন কাবনেট
১৯) সালফেট এর আধান কত?
উত্তরঃ -2
২০) অ্যামোনিয়ামের যোজনী কত?
উত্তরঃ 1
২১) ক্রোমেট মূলকের যোজনী কত?
উত্তরঃ ২
২২) বোরন নাইট্টাইডের সংকেত কোনটি?
উত্তরঃ BN
২৩) NaCl এর সংকেত কী প্রকাশ করে?
উত্তরঃ যৌগের অণুতে Na ও Cl এর অণুপাত
২৪) কোন যৌগের আধান সাধারণত কীরুপ?
উত্তরঃ শূন্য
২৫) কোন মৌলদ্বয়ের প্রতীক ও সংকেত অভিন্ন?
উত্তরঃ Fe ও He