রসায়ন বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ১৭
১) প্রশমন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
উত্তরঃ লবণ ও পানি
২) টয়লেট ক্লিনারে কোনটি থাকে?
উত্তরঃ ক্ষার
৩) ক্ষারক কোনটিকে প্রশমিত করে?
উত্তরঃ এসিড
৪) কোনটির অক্সাইড ক্ষার নয়?
উত্তরঃ Cu
৫) স্পর্শে পিচ্ছিল অনুভব হয় কোন যৌগটি?
উত্তরঃ KOH
৬) কোন একটি দ্রবনের PH=14হলে দ্রবণটি কীরুপ?
উত্তরঃ তীব্র ক্ষার
৭) ইউনিভাসাল ইন্ডিকেটর নিচের কোনটি?
উত্তরঃ বিভিন্ন এসিড ক্ষার নিদেশকের মিশ্রণ
৮) দাঁতের এনামেল কোন ধাতুর যৌগ?
উত্তরঃ ক্যালসিয়াম
৯) COD অথ কোনটি?
উত্তরঃ রাসায়নিক অক্সিজেন চাহিদা
১০) BOD বা COD এর একক কী?
উত্তরঃ mg/L
১১) জায়মান ক্লোরিন কোনটি?
উত্তরঃ [Cl]
১২) 1ppm এর সমান কোনটি?
উত্তরঃ প্রতি লিটার দ্রবনে 1মিলিগ্রাম দ্রব
১৩) বৃষ্টির পানি কোন প্রকৃতির?
উত্তরঃ অম্লীয়
১৪) পানি কতক্ষন ধরে ফুটালে জীবাণুমুক্ত হয়?
উত্তরঃ ১৫-২০ মিনিট
১৫) এসিড বৃষ্টির ফলে মাটির PH কত হয়ে যায়?
উত্তরঃ 4
১৬) এসিড বৃষ্টির জন্য জলাশয়ের PH কত হয়?
উত্তরঃ 4 বা 4 এর কম
১৭) তীব্র এসিড জলীয় দ্রবণে?
উত্তরঃ অধিক পরিমাণে H+আয়ন দেয়
১৮) গাঢ় এসিড বা ক্ষার কূ ধরনের পদার্থ?
উত্তরঃ ক্ষয়কারক
১৯) কোনটি ক্ষার?
উত্তরঃ NaOH
২০) কোনটি শুধুমাত্র ক্ষারক?
উত্তরঃ Cuo
২১) ধাতুর অক্সাইড সমূহ কীরুপ?
উত্তরঃ ক্ষারকীয়
২২) এসিড ও ক্ষারকের বিক্রিয়াকে কী বলে?
উত্তরঃ প্রশমন বিক্রিয়া
২৩) প্রশমন বিক্রিয়ার পর উৎপন্ন পদার্থটি কোন প্রকৃতির হয়?
উত্তরঃ নিরপেক্ষ
২৪) লঘু এসিডে সাথে কোন ধাতু বিস্ফোরণ সহ বিক্রিয়া করে?
উত্তরঃ K
২৫) রোগ প্রতিরোধে সাহায্য করে কোনটি?
উত্তরঃ টারটারিক এসিড