রসায়ন বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ১৮
১) বিশুদ্ধ নাইট্টিক এসিডের বণ কি?
উত্তরঃ বণহীন
২) বিশুদ্ধ এসিড –
উত্তরঃ বিদ্যুৎ পরিবহন করে না
৩) নিচের কোনটি লেড এর আকরিক?
উত্তরঃ গ্যালেনা
৪) ডুরালুমিনে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
উত্তরঃ Al
৫) নিচের কোন যৌগটি বিষাক্ত?
উত্তরঃ PbO
৬) অলংকার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ পিতল
৭) জিংক এর আকরিক কোনটি?
উত্তরঃ ক্যালামাইন
৮) নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক?
উত্তরঃ বক্সাইট
৯) নিচের কোনটি সক্রিয়তা বেশি?
উত্তরঃ Zn
১০) মুদ্রা ধাতু কোনটি?
উত্তরঃ কপার
১১) ২২ ক্যারেট স্বণে কতভাগ কপারসহ অন্যান্য ধাতু থাকে?
উত্তরঃ ১২.৫%
১২) মরিচাহীন ইস্পাতে নিকেলের সংযুতি কত?
উত্তরঃ 8%
১৩) থোরিয়ামের আকরিকের নাম কী?
উত্তরঃ মোনাজাইট
১৪) নিচের কোনটি আয়রনের আকরিক?
উত্তরঃ লিমোনাইট
১৫) ক্যালামাইন নিচের কোন ধাতুর আকরিক?
উত্তরঃ জিংক
১৬) ডুরালমিনে কপারের পরিমান-
উত্তরঃ 4%
১৭) কপারের আকরিক কোনটি?
উত্তরঃ চালকোসাইট
১৮) কোনটি গ্যাসীয় খনিজ?
উত্তরঃ মিথেন
১৯) কোনটি তরল খনিজ?
উত্তরঃ Hg
২০) ভুত্বকে শতকরা কী পরিমান Si আছে?
উত্তরঃ 27
২১) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের কত ভাগ ধাতু?
উত্তরঃ ৩/৪
২২) কোনটি প্রকৃতিতে বিরল?
উত্তরঃ Au
২৩) মৌলটির আকরিক কোনটি?
উত্তরঃ ম্যাগনেটাইট
২৪) শিলা সাধারন কয় প্রকার?
উত্তরঃ ৩
২৫) গ্রানাইট হলো-
উত্তরঃ আগ্নেয় শিলা