রসায়ন বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ২০

রসায়ন বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ২০

১) মোমের কাবনের সাথে কোন মৌলটি থাকে?
উত্তরঃ হাইড্রোজেন

২) নিচের কোনটি বণহীন?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস

৩) অ্যালকোহলের কাযকারী মুলক কোনটি?
উত্তরঃ -OH

৪) Fossil fuel নয় কোনটি?
উত্তরঃ ইথানল

৫) কোনটি Biodegradable পদার্থ?
উত্তরঃ প্রোটিন

৬) কোনটি কৃতিম পলিমার?
উত্তরঃ পলিস্টার

৭) কোনটি এস্টারের কাযকারী মূলক?
উত্তরঃ -COOR

৮) ফরমিক এসিডের সংকেত কোনটি?
উত্তরঃ HCOOH

৯) ফুয়েল সেলের জ্বালানি কোনগুলো?
উত্তরঃ মিথানল,ইথানল

১০) কোনটি অপ্রাকৃতিক পলিমার?
উত্তরঃ পলিএস্টার

১১) ন্যাপথালিনে ক’টি C=C বন্ধন বিদ্যমান?
উত্তরঃ 5টি

১২) প্রাকৃতির গ্যাসের পেন্টেনের পরিমাণ কত?
উত্তরঃ 3%

১৩) কোনটি সুতা পলিমার?
উত্তরঃ টেরিলিন

১৪) পেন্টেনের স্ফুটনাংক কত?
উত্তরঃ 36°C

১৫) পলিথিন এক ধরনের-
উত্তরঃ অ্যালকিন

১৬) ন্যাপথা অঞ্চলে হাইড্রোকাবনের কাবণ সংখ্যা কত?
উত্তরঃ 7-14

১৭) কোনটিতে 16 থেকে 20 টি কাবণ থাকে?
উত্তরঃ ডিজেল

১৮) পৃথিবীর বয়স কত?
উত্তরঃ প্রায় 4.54মিলিয়ন বছর

১৯) শিলার উপাদান নয় কোনটি?
উত্তরঃ Ca

২০) কোক সৃষ্টি হয় কোনটি থেকে?
উত্তরঃ কয়লা

২১) আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতির গ্যাসে মিথেনের পরিমাণ কত?
উত্তরঃ 99.99%

২২) শিলা প্রাপ্তির গভীরতা কত ফুট?
উত্তরঃ >5000

২৩) কোনটি অপরিশোধিত তেল?
উত্তরঃ পেট্রোলিয়াম

২৪) LPG এর পূর্ণরুপ কী?
উত্তরঃ Liquified petroleum Gas

২৫) কোনটি সংকুচিত প্রাকৃতিক গ্যাস?
উত্তরঃ C.N.G

About Post Author

Related posts