জীববিজ্ঞান বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ১
১) Nostoc কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
উত্তরঃ মনেরা
২) আরশোলার বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ Periplaneta americana
৩) নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা?
উত্তরঃ সমুদ্র বিজ্ঞান
৪) কোনটি সুপার কিংডম?
উত্তরঃ প্রোক্যারিওটা
৫) প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
উত্তরঃ জীব বিজ্ঞান
৬) Nymphea nouchali নিচের কোনটির বৈজ্ঞানিক নাম?
উত্তরঃ শাপলা
৭) Endocrinology- এর সাথে সম্পকিত কোনটি?
উত্তরঃ ফসিল
৮) দ্বিপন নামের প্রথম অংশকে কী বলে?
উত্তরঃ গণ
৯) মৌমাছির বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ Apis lndica
১০) নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা?
উত্তরঃ Biotechnology
১১) কোনটি প্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
উত্তরঃ ইস্ট
১২) উন্নত টিস্যুতএ বিদ্যমান কোন রাজ্যে?
উত্তরঃ প্লান্টি
১৩) প্লাটিন রাজ্যে যৌন প্রজনন কী ধরনের?
উত্তরঃ অ্যানাইসোগ্যামাস
১৪) ইস্ট কোন কিংডমের অন্তর্ভুক্ত?
উত্তরঃ ফানজাই
১৫) নিচের কোনটি ফানজাই রাজ্যের উদাহরন?
উত্তরঃ মাশরুম
১৬) কোনটি অটোট্টফিক?
উত্তরঃ কাঁঠাল গাছ
১৭) জীব শ্রেণিবিন্যাসের সবোচ্চ একক কী?
উত্তরঃ জগৎ
১৮) জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কী বলে?
উত্তরঃ প্রজাতি
১৯) হাতে লিখলে মৌমাছির সঠিক দ্বিতীয় নাম কোনটি হবে?
উত্তরঃ Apis indica
২০) জীবের দ্বিপদ নামকরণের কোন শব্দ ব্যবহার করতে হয়?
উত্তরঃ ল্যাটিন
২১) রুই মাছের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Labeo rohita
২২) মানুষের বৈজ্ঞানিক নাম কোনটি?
উত্তরঃ Homo sapiens
২৩) ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Tenualosa ilisha
২৪) ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ Plasmodium vivax
২৫) শ্রেণির উপসেট কোনটি?
উত্তরঃ বগ
২৬) শ্রেণিবিন্যাসের ৫ম ধাপ কোনটি?
উত্তরঃ গোএ
২৭) গণের উপসেট কোনটি?
উত্তরঃ প্রজাতি
২৮) মানুষের গোএ কোনটি?
উত্তরঃ Hominidae
২৯) জাতীয় প্রাণীর বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃ Panthera tigris
৩০) Biology শব্দটি কোন ভাষা হতে আগত?
উত্তরঃ গ্রিক