জীববিজ্ঞান বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ২
১) প্রাথমিক জাইলেম কয় ধরনের?
উত্তরঃ ২
২) মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি?
উত্তরঃ শক্তি উৎপাদন করা
৩) কাইটিন দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটির?
উত্তরঃ পেনিসিলিয়াম
৪) কোনটি প্লাস্টিড নয়?
উত্তরঃ টনোপ্লাস্ট
৫) প্লাস্টিড কত প্রকার?
উত্তরঃ ৩
৬) কোষরস আরোহন কীসের মাধ্যমে ঘটে?
উত্তরঃ ভেসেল
৭) সিস্টানি থাকে কোনটিতে?
উত্তরঃ গলিজ বস্তুু
৮) জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠনে অংশ নেয় কোন কোষ?
উত্তরঃ দেহকোষ
৯) আদিকোষে পাওয়া যায় কোনটি?
উত্তরঃ রাইবোজোম
১০) অধিকাংশ জীবকোষ কী ধরনের হয়?
উত্তরঃ প্রকৃতকোষ
১১) নিচের কোন জীবটির নিউক্লিয়াস সুগঠিত হয়?
উত্তরঃ অ্যামিবা
১২) প্লাজমালেমার স্তর কয়টি?
উত্তরঃ ২
১৩) সেন্ট্রিওলে কয়টি মাইক্রোটিবিউলস আছে?
উত্তরঃ ৯
১৪) প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?
উত্তরঃ ৯০
১৫) প্রাথমিক কোষপ্রাচীর কয়স্তর বিশিষ্ট?
উত্তরঃ ১
১৬) মাইটোকন্ড্রিয়া থাকে না কোথায়?
উত্তরঃ আদিকোষ
১৭) এনজাইমের কাজ কি?
উত্তরঃ বিক্রিয়ার গতি বৃদ্ধি করা
১৮) মাইক্রোভিলাই কী দ্বারা গঠিত?
উত্তরঃ লিপিড ও প্রোটিন
১৯) কোষঝিল্লি ভাঁজকে কী বলে?
উত্তরঃ মাইক্রোভিলাই
২০) মাইটোকন্ড্রিয়নের ভেতরে কী থাকে?
উত্তরঃ ম্যাট্টিক্স
২১) সিস্টারনি ভেসিকল নিয়ে কোন অঙ্গাণুটি গঠিত?
উত্তরঃ গলিজ বস্তুু
২২) কোয়ান্টোসোম কোথায় পাওয়া যায়?
উত্তরঃ ক্লোরোপ্লাস্টে
২৩) ক্লোরোফিল পাওয়া যায় কোনটিতে?
উত্তরঃ ক্লোরোপ্লাস্ট
২৪) কোষের পাওয়ার হাউস কোনটি?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া
২৫) কোন প্লাস্টিড পরাগায়নে ভূমিকা রাখে?
উত্তরঃ ক্রোমোপ্লাস্ট
২৬) ব্যাকটেরিয়া কোষে কোন অঙ্গাণুটি বতমানে থাকে?
উত্তরঃ রাইবোজোম
২৭) নিউক্লিয়ার ঝিল্লি কয় স্তর বিশিষ্ট?
উত্তরঃ ২
২৮) নিউক্লিয়ার ঝিল্লি কী দিয়ে গঠিত?
উত্তরঃ প্রোটিন ও লিপিড
২৯) জাইলেম ও ফ্লোয়েম একএে কী গঠিত হয়?
উত্তরঃ ভাস্কুলার বান্ডল
৩০) স্থায়ী টিস্যু সৃষ্টি হয় কোন টিস্যু থেকে?
উত্তরঃ ভাজক টিস্যু