এস.এস.সি পরীক্ষা ২০২১ জীব বিজ্ঞান MCQ মডেল ৬
১) ১০০ গ্রাম গোল আলুতে চবির পরিমাণ কত?
উত্তরঃ ০.১ গ্রাম
২) খাদ্যর আশঁ উদ্ভিদের কী তৈরি হয়?
উত্তরঃ বৃদ্ধি হরমোন
৩) কোন প্রানী সেলুলোজ হজম করতে পারে না?
উত্তরঃ মানুষ
৪) রাফেজ কি দিয়ে তৈরি?
উত্তরঃ সেলুলোজ
৫) নিচের কোন মিশ্র খাদ্য?
উত্তরঃ দুধ
৬) জেরোফথ্যালমিয়া ‘ রোগ সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তরঃ ভিটামিন ‘এ’
৭) খাবারের আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ গয়টার
৮) কীসের অভাবে গলগন্ড রোগ হয়?
উত্তরঃ আয়োডিন
৯) আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়?
উত্তরঃ থাইরয়েড
১০)রিকেটস কীসের অভাবজনিত রোগ?
উত্তরঃ ভিটামিন ‘ডি’
১১) কোনটির অভাবের রক্তশূণ্যতা হতে পারে?
উত্তরঃ আয়রন
১২) ১ কিলোক্যালরি সমান কত কিলোজুল?
উত্তরঃ ৪.২
১৩) টিকেটস রোগের ফলে কোন লক্ষনটি দেখা যায় না?
উত্তরঃ বক্ষদেশ প্রসারিত হয়
১৪) মানুষের বি এম আই কত হলে মৃত্যু ঝুঁকি রয়েছে?
উত্তরঃ ৪০ এর অধিক
১৫) মিনুর বয়স ১৪ বছর,উচ্চতা ১৬৮ সে,মি.এবং ওজন ৬৫ কেজি। তার বি এম আই কত?
উত্তরঃ ১৫১৫.৬
১৬) মানবদেহের গড়ন ও চবির সূচক কোনটি?
উত্তরঃ বি এম আই
১৭) খাদ্য সংরক্ষণ অনুমোদিত রাসায়নিক পদার্থ কোনটি?
উত্তরঃ ক্যালসিয়াম এপারনেট
১৮) ডিডিটি কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ শুটকিতে
১৯) কোন দাঁত দিয়ে চবন, পেষণ উভয় কাজ করা হয়?
উত্তরঃ অগ্রপেষণ
২০) মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে?
উত্তরঃ ৩
২১) পরিপাককৃত খাদ্য উপাদান শোষণ করে কোনটি?
উত্তরঃ কোলন
২২) খাদ্যে ভেজাল হিসাবে মেশানো হয় কোনটি?
উত্তরঃ সরবেট
২৩) আশাযুক্ত খাবার না খেলে কোন রোগ হতে পারে?
উত্তরঃ কোষ্ঠকাঠিন্য
২৪) দেহের কোন দিকে অ্যাপেনডিক্স এর অবস্থান?
উত্তরঃ পেটের ডান দিকে নিচে?
২৫) নিচের কোন রসে এনজাইম অনুপস্থিত?
উত্তরঃ পিত্তরস
২৬) মানবদেহে গ্লুকোজ এর পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ ইনস্যুলিন
২৭) কোনটি মানুষের শোষণযোগ্য শকরা?
উত্তরঃ গ্লুকোজ
২৮) দাঁতারে মধ্যবতী অংশকে কী বলে?
উত্তরঃ গ্রীবা
২৯) দাঁতের প্রধান গাটনিক উপাদান কোনটি?
উত্তরঃ ডেন্টিন
৩০) ডেন্টিনের উপরিভাগ কী দ্বারা গঠিত?
উত্তরঃ এনামেল