এসএসসি জীববিজ্ঞান mcq সাজেশন ২০২১ মডেল ১০
১) ইউরোক্রোম রঙ্জকটি কোথায় পাওয়া যায়?
উত্তরঃ মূএে
২) নিচের কোনটি মূএ তৈরি করে?
উত্তরঃ নেফ্রন
৩) বৃক্কের অবতল অংশের ভাঁজক কী বলে?
উত্তরঃ হাইলাস
৪) বৃক্কের ভেতরে গাঢ় অঞ্চলটি কী?
উত্তরঃ মেডুলা
৫) একজন মানুষের রেচননালি কতটি?
উত্তরঃ ২
৬) বৃক্কে প্রতি মিনিটে প্রবাহিত রক্তের পরিমাণ কত?
উত্তরঃ বৃক্কের ওজনের সমান
৭) তরল পদার্থ পরিস্রুত হয় কোথায়?
উত্তরঃ গ্লোমেরুলাস
৮) বৃক্কের পেয়ালার মতো অংশ টি কী?
উত্তরঃ বোম্যাস্ন
৯) ইউরেটারের উৎস কোনটি?
উত্তরঃ পেলভিস
১০) বৃক্ক মানবদেহের কী নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ রক্তচাপ
১১) কীসের সাহায্য রক্ত পরিশোধন করা হয়?
উত্তরঃ ডায়ালাইসিস মেশিন
১২) বৃক্কের পাথর হলে কোনটি হয়?
উত্তরঃ প্রস্রাবে বাধা সৃষ্টি হয়
১৩) বৃক্কের পাথর হলে কোন উপসগ দেখা যায়?
উত্তরঃ কোমর ব্যথা হয়
১৪) নিচের কোন অংশ টি বেশ শক্ত?
উত্তরঃ টেনডন
১৫) টেনডন কোনটির মাধ্যমে অস্থিকে আটকে রাখে?
উত্তরঃ ঐচ্ছিক পেশী
১৬) লিগামেন্ট তন্তুগুলো কী দ্বারা গঠিত হয়?
উত্তরঃ আমিষ
১৭) অস্থি সন্ধির তন্তুগুলো কী দিয়ে গঠিত?
উত্তরঃ প্রোটিন
১৮) তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন?
উত্তরঃ যোজক কলা বলে
১৯) অস্থিতে কী পরিমাণ পানি বিদ্যমান?
উত্তরঃ ৪০-৫০%
২০) অস্থিতে কত ভাগ পানি থাকে?
উত্তরঃ ৩০-৪০
২১) কঙ্কাল কী নিয়ে গঠিত?
উত্তরঃ অস্থি ও তরুণাস্থি
২২) হৃৎপিণ্ড ও ফুসফুস কোথায় নিরাপদ আশ্রয়ে থাকে?
উত্তরঃ বক্ষগহ্বর
২৩) দেহের পেশি কি ভাবে সংকুচিত হয়?
উত্তরঃ স্নায়ুবিক উত্তেজনায়
২৪) কোনটি পায়ের অস্থি?
উত্তরঃ প্যাটেলা
২৫) মানুষের দেহের কাঠামো কোনটি?
উত্তরঃ কঙ্কাল
২৬) পায়ের হাড় কোনটি?
উত্তরঃ টাসাল
২৭) হাতের কনুই কোন ধরনের অস্তি সন্ধি?
উত্তরঃ কবজি সন্ধি
২৮) টাসালের সংখ্যা কতটি?
উত্তরঃ ৭
২৯) ইলাস্টির কী দ্বারা গঠিত?
উত্তরঃ প্রোটিন
৩০) ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি?
উত্তরঃ অস্টিওপোরেসিস