এসএসসি জীববিজ্ঞান mcq সাজেশন ২০২১ মডেল ৯
১) ফুসফুস যে পদা দ্বারা আবৃত তার নাম কী?
উত্তরঃ প্লুরা
২) ডান ও বাম ফুসফুস বিভক্ত যথাক্রমে –
উত্তরঃ তিন ও দুই খন্ডে
৩) কোনটি শ্বসনতন্ত্রের রোগ?
উত্তরঃ যক্ষ্মা
৪) নিচের কোন রোগটি জীবাণু বাহিত নয়?
উত্তরঃ এ্যাজমা
৫) নিচের কোনটি বায়ুবাহিত রোগ?
উত্তরঃ যক্ষ্মা
৬) কোনটি নিউমোনিয়ার জন্য দায়ী?
উত্তরঃ ব্যাকটেরিয়া
৭) খাদ্য গ্রহনের সময় প্রচুর পরিমাণে নিঃসরিত হয় কোনটি?
উত্তরঃ পিচ্ছিল পদার্থ
৮) গ্যাসীয় বিনিময়ের মূলে রয়েছে কোনটি?
উত্তরঃ ব্যাপন
৯) ট্রাকিয়ার প্রাচীর গাএে কেমন?
উত্তরঃ বলয় আকৃতির
১০) কোনটি শ্বসন তন্ত্রের অংশ?
উত্তরঃ অ্যালভিওলাই
১১) কোনটি ফুসফুসে থাকে?
উত্তরঃ অ্যালভিওলাস
১২) মানুষের ডান ফুসফুস কতটি খন্ডে বিভক্ত?
উত্তরঃ ৩ টি
১৩) নিচের কোনটি প্লুরা দ্বারা আবৃত?
উত্তরঃ ফুসফুস
১৪) ফুসফুসের কৈশিক নালিকার গাএ কীরুপ?
উত্তরঃ পাতলা
১৫) প্রতিটি বায়ুথলী কী দ্বারা পরিবেষ্টিত?
উত্তরঃ কৈশিক নালিকা
১৬) খুব বেশি জ্বর হয় কোনটিতে?
উত্তরঃ নিউমোনিয়া
১৭) মানব দেহের কোন অঙ্গে নিউমোনিয়া রোগ হয়?
উত্তরঃ ফুসফুস
১৮) স্বর যন্ত্রে কোনটি দেখা যায়?
উত্তরঃ এপিগ্লটিস
১৯) হাঁপনি রোগের লক্ষন কোনটি?
উত্তরঃ ঠোঁট নীল হয়ে যায়
২০) কিডনি বিকল হলে রক্তে কোন পদার্থটি বৃদ্ধি পাবে?
উত্তরঃ ক্রিয়েটিনিন
২১) কিডনি বিকলের কারণ কী?
উত্তরঃ ডায়বেটিস
২২) প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন থাকে?
উত্তরঃ ১০ লক্ষ
২৩) বৃক্কের একক কী?
উত্তরঃ নেফ্রন
২৪) ইউরিক এসিড কোথায় তৈরি হয়?
উত্তরঃ যকৃত
২৫) ইউরিয়া কোথায় তৈরি হয়?
উত্তরঃ বৃক্ক
২৬) হেনলির লুপ কিসের অংশ?
উত্তরঃ নেফ্রন
২৭) বৃক্কে রেনাল পিরামিড থাকে-
উত্তরঃ ৮-১২
২৮) প্রতিটি বৃক্কে কতটি নেফ্রন থাকে?
উত্তরঃ ১০ লক্ষ
২৯) বৃক্কের আকৃতি কীরুপ?
উত্তরঃ শিমবিচির মত
৩০) বৃক্কের হাইলাসের গহ্বরকে কী বলে?
উত্তরঃ পেলভিস