এসএসসি জীববিজ্ঞান mcq সাজেশন ২০২১ মডেল ১১
১) কনুই সোজা করতে হলে কোনটি প্রসারিত হয়?
উত্তরঃ বাইসেপস
২) কোন রোগে প্রকার ভেদ শতাধিক?
উত্তরঃ বাত
৩) থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থি?
উত্তরঃ ট্রাকিয়া
৪) নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?
উত্তরঃ ডালিয়া
৫) মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি?
উত্তরঃ সেরিব্রাম
৬) মানসিক চাপ থেকে পরিএাণে সাহায্য করে কোনটি?
উত্তরঃ অ্যাডরেনালিন
৭) নিচের কোনটির অভাবে মানুষ পরিকিনসন রোগে ভোগে?
উত্তরঃ ডোপামিন
৮) কোনটি ফুল ফোটাতে সাহায্য করে?
উত্তরঃ ফ্লোরিজেন
৯) মেনিনজেসহলো-
উত্তরঃ আবরনী
১০) দুটো নিউরনের সংযোগীকারী সেতুর নাম কি?
উত্তরঃ সিন্যাপস
১১) কোনটি ফল পাকাতে সাহায্য করে?
উত্তরঃ ইথিলিন
১২) গ্লুকোজ কী দ্বারা নিয়ন্ত্রণ হয়?
উত্তরঃ ইনসুলিন
১৩) তাড়নার বেগ প্রায় কত?
উত্তরঃ ১০০ মিটার/সে.
১৪) কোনটি গ্যাসীয় ফাইটোহরমোন?
উত্তরঃ ইথিলিন
১৫) মেরুরজ্জু থেকে কয় জোড়া স্নায়ু বের হয়?
উত্তরঃ ৩১
১৬) কোন হরমোন ফলের অকালে ঝরে পড়া রোধ করে?
উত্তরঃ অক্সিন
১৭) সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়?
উত্তরঃ ডাবের পানিতে
১৮) নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ডাবের পানিতে সাইটোকাইনিন পাওয়া যায়
১৯) অক্সিন সবপ্রথম কে আবিস্কার করেন?
উত্তরঃ চালজ ডারউইন
২০) উদ্ভিদ হরমোন অক্সিন এর নামকরন করেন কে?
উত্তরঃ কোল ও স্নিট
২১) মূলের মাটির দিকে গমন-
উত্তরঃ আলোক ঋনাত্নক দিকমুখীতা
২২) আলোর বিপরীত দিকে মূলের চলনকে কী বলে?
উত্তরঃ নেগেটিভ ফটোট্রপিজম
২৩) কোনটি দিন নিরপেক্ষ উদ্ভিদ?
উত্তরঃ সূর্যমূখী
২৪) চন্দ্রমল্লিকা কী ধরনের উদ্ভিদ?
উত্তরঃ ছোট দিনের উদ্ভিদ
২৫) নিচের কোনটি বড় দিনের উদ্ভিদ?
উত্তরঃ লেটুস