এসএসসি জীববিজ্ঞান mcq সাজেশন ২০২১ মডেল ১২
১) মানুষের মস্তিষ্কে অনুমানিক নিউরন এর সংখ্যা কত?
উত্তরঃ একশত বিলিয়ন
২) নিউরনের প্রলম্বিত অংশ কত ধরনের?
উত্তরঃ ২
৩) নিসল দানা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ নিউরনের সাইটোপ্লাজমে
৪) নালিবিহীন গ্রস্থিরসকে কী বলে?
উত্তরঃ হরমোন
৫) হরমোন মূলত কোনটির বিপাক নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ ক্যালসিয়ামের
৬) কোনটির মাধ্যমে হরমোন পরিবাহিত হয়?
উত্তরঃ রক্তের মাধ্যমে
৭) কোনটির অভাবে হলে থাইরয়েড গ্রস্তি ফুলে যায়?
উত্তরঃ আয়োডিন
৮) কোন গ্রন্থি বয়োবৃদ্ধির সাথে সাথে ছোট হয়ে যায়?
উত্তরঃ থাইমাস
৯) কঠিন মানসিক চাপ থেকে রক্ষা করে কোন হরমোন?
উত্তরঃ এ্যাডরেনাল হরমোন
১০) কাদের ডায়াবেটিস হয়?
উত্তরঃ ছোট-বড় সবার
১১) গলগন্ড রোগের অপর নাম কি?
উত্তরঃ গয়টার
১২) শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় কেন?
উত্তরঃ থাইরয়েড হরমোনের ঘাটতিতে
১৩) নিচের কোনটি আয়োডিনের অন্যতম প্রধান উৎস?
উত্তরঃ সামুদ্রিক মাছ
১৪) কি কারনে মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে?
উত্তরঃ উচ্চরক্তচাপের কারনে
১৫) কোনটি ট্রিপ্লয়ড?
উত্তরঃ সস্যটিস্যু
১৬) কোনটি স্বপরাগায়ানের বৈশিষ্ট্য?
উত্তরঃ নতুন গাছের অভিযোজন ক্ষমতা লোপ পায়
১৭) কোন ফুলে বহুগুচ্ছ পরাগ দন্ড থাকে?
উত্তরঃ শিমুল
১৮) একটি আদশ ফুলের কয়টি অংশ?
উত্তরঃ ৫
১৯) ফুলের গভপএের অংশ নয় কোনটি?
উত্তরঃ পরাগধানী
২০) মানবদেহের ভিতরে কী ধরনের নিষেক ঘটে?
উত্তরঃ অন্তঃনিষেক
২১) প্রাণী পরাগী ফুল কোনটি?
উত্তরঃ শিমুল
২২) ফুলের দ্বিতীয় স্তবক কোনটি?
উত্তরঃ দলমন্ডল
২৩) কত সপ্তাহের পর ভ্রণকে ফিটাস বলে?
উত্তরঃ ৮
২৪) নিচের কোনটি সরলতর জীব?
উত্তরঃ ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া
২৫) নিচের কোনটি সম্পূর্ণ ফুল?
উত্তরঃ ধুতুরা